দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ৩ মাস পর ব্যবসায়ী হেকমত আলীর ড্রাম ভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই)। দুপুরে উপজেলার কুশাবো এলাকা একটি ডোবা থেকে ড্রাম ভর্তি লাশ উদ্ধার করা হয়।
সে কালাদী গ্রামের মৃত. কদম আলীর ছেলে ও গাউসিয়া মার্কেটে মোটরপার্সের ব্যবসায়ী। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ করে এলাকাবাসী।
পিবিআই এর পুলিশ সুপার এএমআর আলিফ জানান, গত ৪ মার্চ কালাদী এলাকার হেকমত আলীকে নিখোঁজ হয়। পরে তারই দোকানের কর্মচারী রফিকুল ইসলাম সবুজ সন্দেহ হয় । পরে এ ঘটনায় রূপগঞ্জ মামলা হয়। থানা পুলিশ সবুজকে গ্রেফতার করে তার থেকে কোন তথ্য উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে মামলার তদন্তে দায়িত্ব আসে পিবিআইয়ের কাছে।
গত ২৯জুন মামলার প্রধান আসামী রফিকুল ইসলাম সবুজকে পিবিআই রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে করলে সে হত্যার ঘটনা স্বীকার করে। তার দেয়া তথ্যমতে আজ পুকুর থেকে ড্রামে ভর্তি ব্যবসায়ীর লাশ উদ্ধার হয়। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।