দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার শ্রিনীবাদী এলাকায় এঘটনা ঘটে। তারা ওই এলাকার বাছেদ মিয়ার মেয়ে আরিফা ও মালয়েশিয়া প্রবাসী কাউসারের মেয়ে সুমাইয়া। দুপুরে বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের ভাসমান দেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানায়, দুপুরে প্রতিবেশী সহপাঠী দুই শিশু বাড়ির পাশের মাঠে খেলা করে। পরে হঠাৎ করে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি পর দুপুরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনার পর দুই পরিবারের চলছে শোকের মাতম।