দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সদর উপজেলার বিভিন্ন হাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম।
বুধবার (২৯ জুলাই)বিকেল সাড়ে ৩টায় তিনি এসব হাট পরিদর্শন করেন। এরমধ্যে প্রথমেই তিনি কয়লা ঘাট গরুর হাট ও সৈয়দপুর পাঠান নগর গরুর হাট পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, সকল হাটেই পর্যাপ্ত পরিমান সুরক্ষা ব্যবস্থা রয়েছে। কেউ গরুর দড়ি নিয়ে টানাটানি করবেন না। যদি কেউ করেন তাহলে গরুর দড়ি তার কোমড়ে ঝুলবে। সকল হাটেই পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হয়তোবা দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সে ব্যাপারে পুলিশ সর্তক রয়েছে।
পল্লবী থানায় বোমা হামলার ব্যাপারে তিনি বলেন, পুলিশ খুব সর্তকতার সাথে ঘটনাটির মোকাবেলা করেছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, ওসি তদন্ত আব্দুল হাই, জেলা ডিবির ওসি এস.এম আলমগীর হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।
এছাড়াও হাট কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, নাজির মাদবর, রুবেল, আনসার, কাশেম, নাজির ফকির, এবিএম আজহারুল ইসলাম, রতন শিকদার, আক্তার হোসেন, পাঠান নগর গরুর হাট ইজারাদার সৈকত হোসেন প্রমুখ।