দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ‘পূর্নবাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। উচ্ছেদের নামে জুলুম, নির্যাতন,গ্রেফতার ও মালামাল লুটপাত বন্ধ কর,করতে হবে। হকার্স মার্কেট আধুনিক বহুতল ভবনে রুপান্তরিত কর।’এই শ্লোগানের ব্যানারে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জ হকার্সরা।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহবায়ক আসাদুল ইসলাম আসাদ বলেন,দীর্ঘ দিন যাবৎ আমরা হকার্স ইস্যু নিয়ে আলোচনা করছি কিন্তু প্রশাসনের এখন পর্যন্ত কোন কর্নপাত করেনি।এমনকি আমাদের সাথে সমাধানেও আসেনি।নারায়ণগঞ্জ শত শত হকার্সরা এখন না খেয়ে থাকতে হচ্ছে।
দেশের এই মহামারিতেও হকার্সরা ত্রান থেকেও বঞ্চিত হয়েছে।তাদের খবর কেউ রাখেনি।এখন এই হকার্সরা টাকার অভাবে না খেয়ে খালি পকেটে ঘুরছে তাদের পরিবার নিয়ে আত্বীয় স্বজনদের ধারে ধারে। আমরা ঈদের পরে হকার্সদের এই বিষয় নিয়ে আলোচনায় বসবো। সামনে ঈদ।আর মাত্র ২ দিন বাকি।প্রশাসন ও সিটি কর্পোরেশন এর কাছে আমাদের অনুরোধ আমাদের বাঁচার জন্য রাস্তায় বসে অনন্ত এই দুই দিন ব্যবসা করতে দেন।
এসময় হকার্স লীগ নারায়ণগঞ্জের সভাপতি রহিম মুন্সি বলেন,আমরা দীর্ঘ দিন ধরে ব্যবসা না করতে পেরে হকার্সরা না খেয়ে থাকতে হচ্ছে।গত রোজার ঈদেও আমাদের ফুটপাতে বসতে দেয়নি।যার ফলে আমাদের পরিবারের সাথে ঈদ আনন্দ কি তা পালন করাও সম্ভব হয়নি।
তাছাড়াও এখন পর্যন্ত আমাদের বসতে দিচ্ছে না।ক্ষুদার অভাবে আজ আমাদের আন্দোলন করতে হচ্ছে।আমাদের ফুটপাতে বসে ব্যবসা করতে দেন নয়তো দরকার হলে আমরা রাস্তায় বসে ঈদ করবো।
বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ ফুটপাতের অস্থায়ী দোকানের সকল ব্যবসায়ীরা অংশ নেয়।