নারায়ণগঞ্জের আড়াইহাজারে জরিনা বেগম (৩৫) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । রোববার (১৪ জুলাই)দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু দুই সন্তানের জননী।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রামচন্দ্রদী গ্রামের আদু মিয়ার ছেলে লিয়াকত আলীর সাথে প্রায় ১৩-১৪ বছর আগে পারিবারিক ভাবে একই গ্রামের আবু তাহেরের মেয়ে জরিনার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি সন্তান হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই লিয়াকত মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। এনিয়ে প্রায়ই জরিনার সাথে তার স্বামীর ঝগড়া হতো। এ নিয়ে প্রতিদিনই জরিনাকে মারধর করতো লিয়াকত। এরই ধারাবাহিকতায় অত্যাচার সইতে না পেরে রোববার রাতে বিষপানে আত্মহত্যা করে জরিনা।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।