নারায়ণগঞ্জে ইয়াবা পাচারের অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। বুধবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ আনিছুর রহমানের আদালতে এ সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামীরা হলো, চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১). টেকনাফ থানার উত্তর নয়াপাড়া এলাকার কবির আহমেদ এর ছেলে হারুন (২১), টেকনাফ থানার মৌলভীপাড়ার এলাকার মৃত: শাহ আলমের ছেলে শাজাহান (২৫)।
মামলা সূত্রে জানাযায়, ২০১৬ সালের ১৫ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্কস্থ শান্তিধারা হকার্স মার্কেটের সামণে দিয়ে সিএনজি দিয়ে ৬৬ হাজার ৮শ ইয়াবা নিয়ে যাওয়ার সময় চেকপোষ্টে তাদেরকে আটক করে ফতুল্লা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ১৬ জন সাক্ষীর মধ্যে ৮ জনের স্বাক্ষ্য গৃহীত করে বিজ্ঞ আদালত এ রায় দেন।