নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবার এইচএসসি’তে পাশের হার সর্বমোট ৬৪.৪২ ও আলিম পরিক্ষায় পাশের হার ৯৫.১৭%। যার মধ্যে এইচএসসি’তে জিপিএ রয়েছে ৬টি।
সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য অনুশারে, এবার সোনারগাঁয়ে মোট ৯ টি কলেজে সর্বমোট ২ হাজার ৩ শত ৫২ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেন। যারমধ্যে ১ হাজার ৫ শত ১৫ জন কৃতকার্য হয়েছে। সোনারগায়ের ৯টি কলেজের মধ্যে ৯৫.৬৫% পাশের হারে এগিয়ে আছে হোসেনপুর এস, পি ইউনিয়ন কলেজ। আর ৫৪.৮৮% পাশের হারে ২য় স্থানে রয়েছে সোনারগাঁও সরকারী ডিগ্রী কলেজ।
অপরদিকে, সোনারগাঁ উপজেলার ৫টি মাদ্রাসায় মোট ১২০ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ১১৩ জন কৃতকার্য হয়েছে। সেই হিসেবে তাদের পাশেরা হার ৯৫.১৭%।