দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সরকারি নির্দেশনা উপেক্ষা করে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় মাস্ক না পড়ে ঘোরাফেরা করায় ১০ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে পরিচালিত এ আদালত ওই ১০ জনের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, ফারজানা আক্তার, নাছরীন আক্তার ও সানজিদা আক্তার এ আদালত পরিচালনা করেন। এ সময় উপ-পরিদর্শক মো. নুরুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
প্রসঙ্গত, এর আগে আরেক দফা একই অপরাধের দায়ে এই আদালত পাড়ায় অভিযান চালিয়ে সরকার দলীয় নেতা ও আইনজীবী সহ একাধিক ব্যক্তিকে জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।