দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ২০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তর সংখ্যা ৬ হাজার ১৮৬ জন। আর মৃত্যু হয়েছে ১৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ফিরেছেন ৫ হাজার ৮০২ জন।
বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন আরও জানায়, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৩০০ শয্যা হাসপাতালের পিসিবার ল্যাব সহ ৭৬ জন, সদর উপজেলা এলাকায় ৬০ জন, বন্দর উপজেলায় ৮ জন, সোনারগাঁ উপজেলায় ১৯ জন, রূপগঞ্জ উপজেলায় ইউএস বাংলা বেসরকারী ল্যাব সহ ৩০ জন, আড়াইহাজার উপজেলায় ১৩ জন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে, সিটি করপোরেশন এলাকায় ৬৯, সদর উপজেলায় ২৩, বন্দর উপজেলায় ৩, সোনারগাঁও উপজেলায় ২১ জন, রূপগঞ্জ উপজেলায় ১০, আড়াইহাজার উপজেলায় ৪ জন।