দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ,কম্পিউটার, লেপটপ,ভুয়া সিল ও পাসপোর্ট উদ্ধার করা হয়।
মঙ্গলবার ( ২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানাধীণ জালকুড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল, আল আমিন, মাসুদুর রহমান, আনিছুর জামান, মিলন মিয়া, রিয়াদ হোসেন, মেহেদি হাসান ও আফতাউল ইসলাম। তারা জেলার বিভিন্নস্থানে বসবাস করে।
সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)জাহিদ আলম পারভেজ।
তিনি আরও জানান, আটককৃত দালাল চক্রের সদস্যদের কাছ থেকে ভুয়া সিল, ৫টি পাসপোর্ট, ২টি ল্যাপটপ, ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এরা সবাই দীর্ঘদিন যাবত পোসপোর্টদারীদের জিম্মি করে অর্থ আদায় করে প্রতারণা করছে।