“মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মৎস সপ্তাহ ২০১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুলাই বুধবার) সকালে উপজেলার সৎস্য অফিসে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলননে সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আকতার বলেন, আজ থেকে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে মৎস সপ্তাহ পালন করছি। এ উপলক্ষে সপ্তাহব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি। আজ ১৭ জূলাই মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারনা, ১৮ তারিখ বর্ণাঢ্য র্যালী, উদ্ধোধনী অনুষ্ঠান ও পোনা মাছ অবমুক্তকরন, ১৯ জুলাই বর্তমান সরকারের মৎস সেক্টরে অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রমান্য চিত্র, ২০ জুলাই ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা, ২১ জুলাই মৎস্য বিষয়ে উপজেলার বিভিন্ন স্কুলে আলোচনা সভা ও প্রমান্যচিত্র প্রদর্শন, ২২ জুলাই হাট বাজারে মৎস চাষ বিষয়ে উমুক্তকরন সভা ও প্রমান্যচিত্র প্রদর্শন, ২৩ জুলাই শেষ দিনে মৎস চাষিদের মাঝে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান।