দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রূপগঞ্জে বৃষ্টি আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১লা সেপ্টম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ড থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বৃষ্টি আক্তার চণপাড়া এলাকার ৮ নং ওয়ার্ডের বাচ্চু মিয়ার মেয়ে। এ ঘটনায় তার স্বামী আবুবক্কর ও শাশুড়ি নাসিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম জানান, বৃষ্টি আক্তার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে লাশ উদ্ধার করতে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তার লাশ বিছানায় শোয়ানো অবস্থায় পাওয়া যায়। নিহতের গলায় বা শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
নিহত বৃষ্টি আক্তারের পরিবার সূত্রে জানা যায় প্রায় ৬ মাস আগে একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আবু বক্করের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় বৃষ্টির। বিয়ের কিছুদির পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন বৃষ্টি আক্তারের উপর নির্যাতন শুরু করে। তাদের দাবি বৃষ্টি আক্তারকে তার শশুরবাড়ির রোকজন মিলে হত্যা করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে