দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরনে আহতদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) বাদ মাগরিব চাষাড়া বালুর মাঠ এলাকায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলার আহবায়ক মো. ওসমান গনি জুয়েল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম নাফিস রহমানের তত্তাবধায়নে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু,
মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, জেলার সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম বন্ধন সহ অন্যান্য নেতৃবৃন্দ।