গান হোক মানুষের চেতনাকে শানিত করার হাতিয়ার’ এই স্লোগানে চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর ২৭ বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব পালন উপলক্ষ্যে আলোচনা, গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯জুলাই)হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়ে বিকেল ৪টায় এই অনুষ্ঠানটি হয়।
পাঁচ জন মরোনত্তর গুনী ও সমাজ সেবক এনায়েতনগর প্রতিষ্ঠা চেয়ারম্যান মৃত ড.ওমর আলী সাহেব,মৃত শহর আলী, মৃত সামসুল হক,মৃত সংগীত শিল্পী হাফিজুল হক,বীর মুক্তিযোদ্ধা এম এ গনী ও পপাবনা জেলায় শিক্ষা উন্নয়নে নারায়নগঞ্জ জেলা প্রশাসক শিক্ষা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দীনকে গুনীজন সম্মাননা প্রধান করা হয়।
চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃজামাল উদ্দিন সরকার সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃজসিম উদ্দীন বলেন,আমার মূল আনন্দ ছিলো এই অনুষ্ঠানে অনেক গুলো মানুষ পাবো এবং প্রোগ্রামে এসে তা পেয়েছি।আর আমার সব চেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে স্কাউট তারা এখানে যেভাবে আমাকে বরন করে নিয়েছে তাতে আমি খুবিই খুশি।
আজকে এই অনুষ্ঠান হচ্ছে অনুপ্রেরণার মূলুক অনুষ্ঠান।”আমারিই দেশ সব মানুষের” যুগে যুগে অনেক শিল্পী গেয়ে গেছে।তাদের গাওয়ার মাঝে দেশের কথা তুলে ধরেছেন।আরো তুলে ধরেছেন এই দেশের নিপীড়ন, নির্যাতন ও অধিকারের কথা।চৈতন্য সমাজ উন্নয়ন হচ্ছে তার মধ্যে একটি।আমাদের জাতির জনক এই দেশে সরকারী স্কুল করে গেয়েছি এই দেশের প্রতিটি শিশু যাতে শিক্ষা পায় কিন্তু তা না করে কিছু স্বার্থনাস্বী মানুষ কিছু স্বার্থেরর জন্য বাচ্চাদের আবদ্ধ জায়গায় নিয়ে শিক্ষা প্রদান করছে।আপনাদের তা থেকে বের হতে হবে শিক্ষার্থীরা ৫২,৫৪,৬২,৬৯,৭১ চিনবে তার ভিতরে তৈরী হবে এই দেশ গড়ে তুলার মূল কারিগর।
জেলা প্রশাসক আরো বলেন,আপনারা আমার কাছে চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর বসার জন্য জমি চেয়েছিলেন আমি আপনাদের জমির ব্যবস্থা করে দিবো।আজকে
এখানে যারা আসছেন তারা বাসায় গিয়ে তিনটি গাছ বাবা-মা ও নিজের নামে লাগাবেন এবং এক মাস পর তা আমায় বলবেন।আমি প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের বলছি আপনারা আপনার বিদ্যালয়ের প্রতিটি টয়লেট পরিষ্কার রাখবেন যাতে বাচ্চারা সুস্থ পরিবেশে বাচ্চারা টয়লেট ব্যবহার করতে পারে।আজকে আপনাদের খুশির খবর দিচ্ছি আমরা খুব শীঘ্রই শেখ রাসেলের নামে ৩০টি কম্পিউটার দিয়ে নারায়নগঞ্জ সদর উপজেলায় একটি ল্যাব করে দিবো।আমরা যদি এখনই তারুণ্য শক্তিকে কাজে লাগাতে না পারি তাহলে প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়ে তুলবো পারবো না।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সুবিধার জন্য ৩৩৩ ও ৯৯৯ কল দিয়ে যেকোন সমস্যা হলে সাহায্য নিতে পারেন তার ব্যবস্থা করেছে।এছাড়াও আমরা প্রতি উপজেলা থেকে ১০০ জন করে বিদেশে পাঠাবো আপনাদের চৈতন্য দায়িত্ব হলো কোন দালাল যাতে এলাকায় ডুকতে পারে। সর্বশেষ একটিই কথা বলবো আপনার সন্তানক সম্পদে রুপান্তরিত করেন।
চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃহুমায়ন কবিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক,নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ও ৭১ এর চেতনা মঞ্চের সভাপতি এম এ রাসেল,নারায়নগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির,এনায়েতনগর ইউপি চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব মোঃআসাদুজ্জামান,নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন সংরক্ষিত মহিলা আসন কাউন্সিলর মনোয়ারা বেগম,হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক চেয়ারম্যান মোঃহাবিবুর রহমান লিটন,ফতুল্লা থানা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক বি.এম.শফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাবিব হাসান তালুকদার,হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃমনির হোসেন,আবু হানিফ প্রমুখ।