দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ৪২ লাখ টাকার সমমানের বৈদেশিক মুদ্রা পাচারকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার সময় বিমানে উঠার পূর্বে এন এস আই’র সদস্যরা তাকে আটক করেন।
এই সময় তার কাছ থেকে ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার ও সংযুক্ত আরব আমিরাতের ৪২ হাজার দিরহাম উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ লাখ টাকার সমান।
এই সময় রাকিবুল বৈদেশিক মুদ্রার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারায় তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। রাকিবুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের ছোট ভাই।
দায়িত্বরত কাস্টমস সহকারী কমিশনার মুনওয়ার মুরসালিন বাংলা নিউজকে জানান, চূড়ান্ত চেকিংয়ে ওই যাত্রীর ব্লেজারের পকেটে এক বান্ডিল ও প্যান্টের পকেটে আরও দুই বান্ডিল বিদেশি মুদ্রা পাওয়া যায়।
এই বিষয়ে সহকারী কমিশনার মো. মুসা খান জানান, বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটের যাত্রী ছিলেন রকিবুল ইসলাম। তিনি বিমানে উঠার পূর্বমুহূর্তে এন এস আই’র সদস্যরা তাকে আটক করে তল্লাশি করেন।
এই সময় তার কাছে ইউএস ডলার এবং আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়। পরে তার পাসপোর্ট জব্দ করে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।