দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের কৃতি সাবেক জাতীয় ফুটবলার আজমত উল্লাহ খন্দকার আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) ।
রোববার ( ১ নভেম্বর ) রাত তিনটায় ব্রেন স্ট্রোক করলে তাকে দ্রুত “ঢাকা আজগর আলী” হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগ তাকে মৃত ঘোষনা করেন । তিনি ছিলেন একাধারে, ঢাকা আরামবাগ ক্রীড়া সংস্থার সাবেক অধিনায়ক, নাঃগঞ্জ জেলা ফুটবল দলের সাবেক ফুটবলার, বর্তমান বঙ্গবীর সংসদ ও না.গঞ্জ প্রমিলা ফুটবল একাডেমীর সভাপতি, সোনালী অতীত ক্লাবের সহ-সাধারন সম্পাদক,
তাছাড়াও তিনি ছিলেন মন্ডলপাড়া জামে মসজিদ কমিটির সদস্য ও মন্ডলপাড়া পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক , মন্ডলপাড়া দাফন কমিটির প্রধান উপদেষ্টা এবং না’গঞ্জ জেলা ঈদ-ই-মিলাদুন্নবী জশনে জুলুস কমিটির সদস্য ।
বাদ জোহর ১২নং বঙ্গবন্ধু সড়ক, মন্ডলপাড়া বাইতুল ঈজ্জাত জামে মসজিদে জানাজার নামাজ শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তার দাফনকার্য্য সম্পাদন করা হয় ।
জানাজার নামাজে ইমামতি আলহাজ্ব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী সাহেব । জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয় ।