দ্যা বাংলা এক্সপেস ডটকম: অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি চোরাচালানের অভিযোগে মাসুদ রানা (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের সামনে প্রাইভেটকার তল্লাশি করে ভারতীয় শাড়ি উদ্ধার ও ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ সময় ৬০০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার ও অবৈধভাবে ভারতীয় শাড়ি পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতার মাসুদ রানা কুমিল্লার কোতোয়ালি থানাধীন বিষ্ণপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
বিকেল সাড় ৪টার দিকে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রাইভেটকার চালকের ছদ্মবেশে ভারত থেকে অবৈধভাবে চোরাইপথে শাড়ি নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন মাসুদ রানা। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।