দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় অবৈধভাবে রেলওয়ের দখল করা জমি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অবৈধভাবে দেওয়া সীমানা প্রাচীরস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এসময় সোনারগাঁও থানার বিপুল পরিমাণ পুলিশ উপস্থিত ছিলেন। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, উপজেলার বস্তল এলাকায় একটি অসাদু চক্র দীর্ঘদিন ধরে রেলওয়ের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে জমি দখল করে নেয়।
স্থানীয়দের ও রেলওয়ে কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অবৈধভাবে গড়ে তোলা সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়ে জমি উদ্ধার করা হয়েছে। দখল হয়ে যাওয়া রেলওয়ের অন্যান্য জমিগুলোও ধাপে ধাপে উদ্ধার করা হবে। পাশাপাশি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।