দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের যাত্রামুড়া এলাকায় বীরমুক্তিযোদ্ধার সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে জোবায়দা ট্রেক্সটাইলের মালিক আকরাম ভূইয়ার বিরুদ্ধে। এবিষয় র্যাব-১১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন ও তার স্ত্রী মাফিয়া বেগম।
অভিযোগে তারা উল্লেখ করেন, ১৯৯৪ সালের ১০০০৮৭নং সাফ কবলা দলিল মূলে জাফর আলীর স্ত্রী মমতাজ বেগমের নিকট থেকে ১২০১ নং দাগে ৯ শতাংশ জমি ১৯৯৫ সালে ৭৮৪৭ নং সাফ কবলা রেজিষ্ট্রি দলির মূলে পৌনে ৫ শতাংশ সম্পত্তির ২টি দলিলে মোট পৌনে ১৩ শতাংশ সম্পত্তি ক্রয় করি। পরে সীমানা নির্ধারন করিয়া সেখানে মৌসুমী ফসল চাষ করে নির্বিবাদে ভোগদখল করে আসছিলাম। ইত্যবৎসর ঐ এলাকার জোবায়দা ট্রেক্সটাইলের মালিক আকরাম ভূইয়া পিতা: আজহারুল ইসলাম ভ’ইয়া আমাকে ও আমার স্ত্রীকে প্রায়শই ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো।
পরে ২০১২ সালের আমাদের ভয়ভীতি প্রদর্শন করে কম মূল্যে জমি ক্রয় করার প্রস্তাব দেয়। তা না হলে আমাদেরকে অপহর, গুম, হত্যা শরীরিক নির্যাতন ও মিথ্যা মামলার হুমকী প্রদান করে। তবুও আমরা তার কথায় রাজী হইনি। পরবর্তীতে আকরাম ভূইয়া আমাদের সম্পত্তি হতে জোরপুর্বক উচ্ছেদ করে।
এ বিষয় আমরা প্রশাসনের কাছে একাধিকবার সহযোগীতা চেয়েও কোন প্রকার সাহায্য পাইনি। আমি ও আমার স্ত্রী এখন বার্ধক্যে উপনীতি হয়ে নানাবিধ জটিল রোগের কারনে প্রায়শই বিছানায় শয্যাশায়ী। এ পরিস্থিতিতে আপনাদের সহযোগীতা কামনা করছি। সেই সাথে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি।