দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গায় নারায়ণগঞ্জ জেলার সকল ব্যবসায়ীরা দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শহরে মানববন্ধন করেছে।
শনিবার (১২ ডিসেম্বর)সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গায় তার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অক্লান্ত পরিশ্রমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য তিনি বিরাট ভূমিকা পালন করে গেছে। এই মহৎ ব্যক্তির ভাস্কর্য কুষ্টিয়ায় ভেঙে ফেলেছে কিছু দুষ্কৃতকারীরা। শুরু করেছে ধর্ম নিয়ে রাজনীতি। এই স্বাধীন বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ।এই দেশে ধর্ম নিয়ে কোন রাজনীতি আমরা মেনে নিবো না। এই দেশে কোন মৌলবাদীদের জায়গা নেই।
যারা জাতির জনকের ভাস্কর্য ভেঙেছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবী করে তীব্র নিন্দা জানায় তারা। নারায়ণগঞ্জ বিকেএমইএ এর পরিচালক জিএম ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ সদস্য ও এফবিসিসিআই সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলি,নারায়ণগঞ্জ জেলার সাবেক মহিলা সংরক্ষিত আসনের সাংসদ সদস্য এড.হোসনে আরা বাবলি,বিকেএমইএ এর সাবেক সভাপতি মঞ্জুরুল হক,বর্তমান সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল,
বাংলাদেশ হোশিয়ারি এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল,সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু,নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু,নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.মহসীন মিয়া,শরিফুল হক,
নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক শফিউদ্দীন প্রধান,নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর ররহমান,বাংলাদেশ চিনি মালিক সমিতির সসভাপতি বাবু শংকর সাহা,এড.সুলতান উদ্দিন নান্নু,,পাট আড়ৎদার মালিক সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু,লিটন সাহা,বাংলাদেশ নিটিং এসোসিয়েশন সভাপতি ,সেলিম সারোয়ার, প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলোনারায়ণগঞ্জ ট্রাক মালিক সমিতি,নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতি,নারায়ণগঞ্জ গম চাল আড়ৎদার মালিক সমিতু নারায়ণগঞ্জ লৌহ মালিক সমিতি,নারায়ণগঞ্জ কার্গোটেড কাটুন এসোসিয়েশন,নারায়ণগঞ্জ চট বস্তা ব্যবসায়ী মালিক সমিতি,
নারায়ণগঞ্জ জেলা ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্টস, বাংলাদেশ জুয়েলারি সমিতি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি,নারায়ণগঞ্জ লবন আড়ৎদার মালিক সমিতি,প্রেস মালিক সমিতি,ফ্রেন্ডস মার্কেট বস্ত্র ব্যবসায়ী সমিতি,ক্যাবল অপারেটর এসোসিয়েশন অফ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা রেস্তোরা মালিক সমিতি,নারায়ণগঞ্জ মিনিবাস মালিক ঐক্যজোট,নারায়ণগঞ্জ সড়ক পরিবহন মালিক গ্রুপ,নারায়ণগঞ্জ ফার্নিচার এসোসিয়েশন সহ মোট ৩৫ টি সংগঠন মানববন্ধনে অংশগ্রহণ করে।