দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অবিলম্বে আবাসিক গ্যাস সংযোগের চালুর দাবীতে তিতাস গ্যাস ঠিকাদার ও প্রতিনিধি কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ(রেজিঃ নং ১৯০) ও মুন্সিগঞ্জ গ্যাস ঠিকাদার /প্রতিনিধি কল্যান এসোসিয়েশন আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর)সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি শাহ আলম টিপু বলেন,কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন আবাসিক সংযোগ দেওয়া হবে। কিন্তু ২ দিন পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন আবাসিক সংযোগ দেওয়া হবে না।এটা কিসের সংকেত। নসরুল হামিদের এত জোড় কোথায়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের দাঁড়িয়ে বলেন আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হবে। আপনার কত বড় সাহস গ্যাস সংযোগ দিবেন না বলেন।আপনে প্রধানমন্ত্রীকে ছোট করেছেন।
তিনি আরো বলেন,আমাদের আন্দোলন কিন্তু শেষ না। আমাদের দাবী যে পর্যন্ত আদায় না হবে হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে। আপনার কত বড় সাহস আপনে বোতল ব্যবসায়ীদের টাকা খেয়ে প্রধানমন্ত্রীকে ছোট করেছেন। আপনার খুটির জোর কোথায় আমরাও দেখবো। একদিনের কোন নোটিশ ছাড়া আজ আমরা আন্দোলনে নেমেছি।আমাদের দাবী না মেনে নিলে আমরা সারা নারায়ণগঞ্জ মাইকিং করে আন্দোলন করবো। প্রয়োজনে রাস্তা বন্ধ করে দিবো।তবুও আমরা আন্দোলন করবো। আমাদের দাবী আদায়ে। নসরুল হামিদ বিপুর পদত্যাগ দাবী করছি আমরা।
মাকিদ মোস্তাকিম শিপলুর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন তিতাস গ্যাস ঠিকাদার ও প্রতিনিধি কল্যান বহুমুখী সমবায় সমিতি সংগ্রামী সদস্য আনোয়ার হোসেন আনু,জাহাঙ্গীর মিয়াজী, কামাল উদ্দিন মহিন, আনোয়ার হোসেন আনু, দেলোয়ার হোসেন দেলু, মাহবুব আলম, দেলোয়ার হোসেন সুমন, হানিফ মিয়া মুন্সিগঞ্জ, মোহোন মুন্সিগঞ্জ প্রমূখ।