দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ শ্রমআইন ২০০৬ এর ২১০ (১) এর ধারা মোতাবেক ১৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ত্রি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ জানুয়ারী) বেলা ১১ টায় চাষাড়াস্থ উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ ত্রি-পাক্ষিক আলোচনা সভায় নগরীর মার্কেট কমিটির সভাপতিদের নিয়ে আগামী ২ ফেব্রুয়ারী পুনরায় আলোচনা সভার আয়োজন করা হয়।
ত্রি-পাক্ষিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপ-মহাপরিদর্শক শ্রম অধিদপ্তর মহব্বত হোসাইন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সাংগঠনিক সম্পাদক এ. কে পিন্টু, কোষাধক্ষ আমির হোসেন খোকা,
প্রচার সম্পাদক সৌরভ প্রধান, নারায়ণগঞ্জ জেলা দোকান ও মালিক সমিতির সভাপতি শাহ জাহান মিয়া, সাধারণ সম্পাদক আরিফ দীপু।