দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আগামী ৫ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ৫টি পদে ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারবে।
বুধবার (২০ জানুয়ারী)এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার।
নির্বাচনী তফসিলে বলা হয়েছে, আাগামী ২৩ জানুয়ারী দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয়, ২৪ জানুয়ারী মনোনয়নপত্র জমা, ২৫ জানুয়ারী বাছাই/প্রত্যাহার, ২৬ জানুয়ারী চুড়ান্ত তালিকা ঘোষনা এবং ৫ই ফেব্রুয়ারী দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে ৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তফসিলে আরো উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির যেসকল সদস্য নির্বাচনে অংশগ্রহন করতে আগ্রহী তাদেরকে ২০৮/৪, ভাষা সৈনিক সড়ক, “দ্যা বাংলাএক্সপ্রেস ডটকম” এর কার্যালয় থেকে র্নিধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র ক্রয় করার জন্য আহ্বান জানানো হচ্ছে।