দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন নারায়ণগঞ্জ জেলার ৩৪৬টি পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি)দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলনটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে’বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষনা বাস্তবায়নে আগামী ২৩ জানুয়ারি সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৬,১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় ‘ক’ শ্রেনী অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বরাদ্দকৃত মোট ৬৬৭ টি গৃহের মধ্যে আশ্রয়ণ -২ প্রকল্প হতে প্রথম ধাপে ৩৪৬টি পরিবারের নিকট সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কবুলিয়ত,জমির খতিয়ান ও গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবে। এর মধ্যে রুপগঞ্জ উপজেলায় সর্বোচ্চ গৃহ ২০০টি দেওয়া হবে।
এছাড়া ৬৬৭ গৃহের মধ্যে বাকি ৩২১টি গৃহ নির্মাণের কাজ চলমান থাকবে।যারা গৃহ পাবে তাদের গৃহের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা ব্যবস্থা করবো। এর ফলে আমরা প্রধানমন্ত্রী ২০৪১ সালের সমৃদ্ধিশালী দেশ হিসেবে রুপান্তর করার স্বপ্ন পূরন করতে সক্ষম হবো।
তিনি আরো বলেন,এই গৃহ গুলো নির্মাণের পিছনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন রাজস্ব,স্থানীয় সরকার, জেলার স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, ইউএনও সহ জেলা প্রশাসনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সংবাদকর্মীদের কাছে অনুরোধ থাকবে আপনেরা নারায়ণগঞ্জের এই ইতিবাচক খবরটি প্রচারণা করবেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শামীম বেপারি,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃসেলিম রেজা,উপ পরিচালক স্থানীয় সরকার মনিরুজ্জামান বকুল সহ নারায়ণগঞ্জ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।