দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: শিল্পাঞ্চল খ্যাত জেলা নারায়ণগঞ্জে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে এবার হতে যাচ্ছে আধুনিক প্রযুক্তির আদলে বহুতল বিশিষ্ট হোসিয়ারী টাওয়ার।
শনিবার (৩০ জানুয়ারী) দুপুরে নবাব সলিমুল্লাহ সড়কস্থ হোসিয়ারি কমিউনিটি সেন্টার ভবনে আয়োজিত বিশেষ সাধারণ সভা অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের উপর এ ঘোষনা দেন এসোসিয়েশনের সভাপতি ও নাসিক কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল।
এর আগে অনুষ্ঠিত ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমেচুড়ান্ত প্রতিবেদনে গৃহীত সিদ্ধান্তে নবাব সলিমুল্লাহ সড়কস্থ হোসিয়ারি কমিউনিটি সেন্টার ভবনের বহুতল ভবন হোসিয়ারী টাওয়ার, বিসিকস্থ হোসিয়ারি অফিসের বহুতল ভবন এবং হোসিয়ারি ক্লাব ভবন নির্মানের অনুমোদন করানো হয়।
বিশেষ সাধারণ সভার শুরুতে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে উপস্থিত হোসিয়ারি ব্যবসায়ীদের সম্মতিতে এসোসিয়েশনের ২০২০ইং সনের নিরীক্ষক এস. এইচ. খান এন্ড কোং কে নিয়োগ প্রদান করা হয়। অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় রুপগঞ্জস্থ কেন্দুয়া ও বিরাবো মৌজা জায়গার বিষয়েও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সভার সভাপতি নাজমুল আলম সজল বলেন, আপনারা সকলে হোসিয়ারী টাওয়ারের প্রস্তাবনায় সম্মতি পোষন করায় আমি খুবই আনন্দিত। আপনাদের সহযোগীতা আছে বলেই এসোসিয়েশন এগিয়ে যাচ্ছে। ওই টাওয়ারটিকে আমরা খুব সুন্দরভাবে গুছাতে চাই। পাশাপাশি অত্যাধুনিক কমিউনিটি সেন্টার করা হবে। যেখানে আমাদের এসোসিয়েশনের সদস্যরা যেকোন অনুষ্ঠানের আয়োজন সল্পখরচেই সম্পন্ন করতে পারবে।
এসোসিয়েশনের সকলকিছু তো আপনারাই, তাই আপনাদের নিয়েই সবকিছু করতে চাই। আগামীতে আমাদের এসোসিয়েশনরে ফান্ডের জন্য যেসকল উদ্যোগ নিতে যাচ্ছি, এতে আপনাদের সকলের সহযোগীতা চাই। ওই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি (জেনারেল) মো. কবির হোসেন, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ শেখ,
মো. আবদুল হাই, মো. মোজাম্মেল হক, আলহাজ্ব মো.আবদুল হাই, আলহাজ্ব মো.মনির হোসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, সাখাওয়াত হোসেন সুমন, আবুল বাশার (বাসেত), পরিচালক (এসোসিয়েট) আলহাজ্ব মো. নাছির শেখ, হাজী মো.শাহীন হোসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব মো. আতাউর রহমান, আলহাজ্ব মো.মিজানুর রহমান সহ হোসিয়ারী এসোসিয়েশনের সকল ব্যবসায়ীরা।