দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সিদ্ধিরগঞ্জ উপজেলায় ৪শ পিস ইয়াবাসহ আমান হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে র্যাব।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি মো. আমান হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নুনেরটেক চর কমলাপুর এলাকার মৃত মহর আলীর ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। দীর্ঘদিন ধরে এ পেশার আড়ালে তিনি ইয়াবার ব্যবসা করে আসছিলেন।
এদিকে গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান জসিম উদ্দিন চৌধুরী।