দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্প ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে পুরান বন্দর চৌধূরীবাড়ী ও সন্ধ্যায় কুড়িপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ এদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব-১১ ও থানা পুলিশ বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(২)২১ ও ২১(২)২১।
থানা সূত্রে জানা গেছে, র্যাব-১১ নারায়নগঞ্জ ক্যাম্পের ডিএডি মোঃ ফরিদুর রহমানসহ সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার দুপুরে টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয়ের সংবাদ পায়।
পরে র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে সালাপাগলার মাজার সংলগ্ন ঈদগাহ মাঠ থেকে ইয়াবা বিক্রির সময় ৯৫ পিছ ইয়াবাসহ বন্দর কলাবাগ ঝাউতলা এলাকার দেলোয়ার মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সোহেল রানা (৩১)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
একই দিনে সন্ধ্যায় বন্দর থানার এসআই মোহাম্মদ শহিদুল আলমসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানার কুড়িপাড়াস্থ দেলোয়ার হোসেনের চায়ের দোকানে সামনে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চইরার বাড়ী এলাকার মৃত সোহরাব হোসেন ছেলে ইয়াবা ব্যবসায়ী সোহেল (৪০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটককৃত দুই মাদক কারবারিকে পৃথক মাদক মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে বলে থানা সূত্রে আরো জানা গেছে।