দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা (মধুমতি জোন)-এর সমাপনী খেলায় গোপালগঞ্জ জেলাকে হারিয়ে মধুমতি জোনে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ জেলা।
সোমবার(৮ মার্চ)বিকেলে নারায়ণগঞ্জ ওসমানী পৌর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সমাপনী খেলা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ ও মহাপরিচালক র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)অতিরিক্ত আইজিপি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,বিশেষ অতিথি ডিআইজি ঢাকা রেঞ্জ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম(বার),নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম(বার),এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রথমে বলবো খেলায় আমরা যা দেখেছি নারায়ণগঞ্জ আর গোপালগঞ্জের মধ্যে গঞ্জের গঞ্জের খেলা। নারায়ণগঞ্জ জিতেছে গোপালগঞ্জ হেরেছে।আজকের খেলা ছিলো উত্তেজনা মূলক খেলা।
একবার গোপালগঞ্জ হেরেছে,নারায়ণগঞ্জ জিতেছে,আবার গোপালগঞ্জ হেরেছে নারায়ণগঞ্জ জিতেছে।এখানে খেলা হয়েছে পয়েন্টের খেলা।আমি নারায়ণগঞ্জকে অভিনন্দন জানাচ্ছি কারন তারা আজ একটি দারুন টানটান উত্তেজনামূলক খেলা উপহার দিয়েছে।এখানে মেয়েদেরও খেলা হয়েছিলো ফরিদপুর জিতেছে ঢাকা হেরেছে। তারাও পয়েন্টে জিতেছে।এই খেলা হয় পয়েন্টে। আমি উভয় বিজয়ী দলকে অভিনন্দন জানাই।
এটা স্বাধীনতার মাস।এই মাসের ৭মার্চ বঙ্গবন্ধুর ডাকে বাংলার বাঙালীরা স্বাধীনতা ছিনিয়ে এনেছে।যার বর্জ্য কন্ঠে ৭ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো।তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করিয়ে ছিনিয়ে এনেছে উন্নয়ের ধারা।তার নেতৃত্বে আমরাও বিশ্বের বুকে কাবাডিকে নিয়ে যাবো এবং বিজয় ছিনিয়ে আনবো।তার জন্য প্রয়োজন আপনাদের সহযোগীতা।কারন এই খেলাকে যদি আমরা বাঙালীরা না এগিয়ে নিয়ে যাই তাহলে কেউ এগিয়ে নিয়ে যাবে না।তাই এই খেলাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্বের বুকে।
সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা (মধুমতি জোন)-এর সমাপনী খেলা ছিলো।আমি প্রথমে অভিনন্দন জানাই মেয়েদের টিম ফরিদপুরকে।তারা ঢাকা টিমকে হারিয়ে জিতেছে।তারপর অভিনন্দন জানাই গোপালগঞ্জ জেলা টিমকে।তারা খুব চমৎকার খেলা উপহার দিয়েছে।সর্বশেষ ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানাই নারায়ণগঞ্জ জেলা টিমকে। তারা শুধু মধুমতি জোন না সারা দেশেত অন্যান্য দলকে হারিয়ে বিজয় ছিনিয়ে আনবে।সেই সাথে নারায়ণগঞ্জ টিমের যে কোন প্রয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সহযোগীতা করবে।
বক্তব্য শেষে সমাপনী দিনের ফাইনাল খেলার বিজয়ী টিম পুরুষ বিভাগে নারায়ণগঞ্জ জেলা,রানার্সআপ গোপালগঞ্জ ও নারী বিভাগে বিজয়ী টিম ফরিদপুর জেলা,রানার্সআপ ঢাকা জেলাকে পুরষ্কার তুলে দেওয়া হয়।
খেলায় প্রথমে নারীদের ঢাকা-ফরিদপুর ও পুরুষদের নারায়ণগঞ্জ -গোপালগঞ্জের খেলা অনুষ্ঠিত হয়।খেলায় ঢাকা জেলাকে চ্যাম্পিয়ন হয় ফরিদপুর নারী দল।অন্যদিকে গোপালগঞ্জ জেলাকে হারিয়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ জেলায়।খেলায় সেরা খেলোয়ারের নারী বিভাগে ফরিদপুরের রুমি,পুরুষ বিভাগে সেরা খেলোয়ার নারায়ণগঞ্জ জেলার জুলহাস ও শ্রেষ্ঠ খেলোয়ার নারায়ণগঞ্জ জেলার নাহিদ পুরষ্কার পায়।
সমাপনী খেলায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু,পুলিশ সুপার(পিবিআই)মনিরুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার(ট্রাফিক) সালেহ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল)মেহেদী ইমরান সিদ্দিকী,নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান,ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃআসলাম হোসেন,সদর ওসি(তদন্ত)মোঃমোস্তাফিজুর রহমান,ফতুল্লা ওসি(তদন্ত)শফিকুল ইসলাম,ওসি(অপারেশন)সঞ্চয় কুমার,বন্দর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন, বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি সমন্বয়কারী শরিফ মোহাম্মদ আরিফ মিহির।