দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি”এই স্লোগানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার(১৫ মার্চ)সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার আয়োজনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
এর আগে সকাল।সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে বনাঢ্য র্যালি ও বেলুন উড়িয়ে দিবস উদযাপন করা হয়।
এসময় আলোচনা সভায় ব্যবসায়ীরা বক্তব্যে বলেন, বিশ্ব ভোক্তা দিবস ২০২১ উপলক্ষ্যে এই বার প্লাস্টিক ব্যবহার রোধে আমাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। প্লাস্টিক আমাদের পরিবেশকে দূষন করে।এর মধ্যে বাজারে পলিথিন ব্যাগ, বিভিন্ন প্রকার প্লাস্টিক বোতল, জুসের স্ট্রু সহ বিভিন্ন প্লাস্টিক জিনিস ব্যবহার করা থেকে সাধারণ জনগনকে বিরত ও সতর্ক করতে হবে।
এতে সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি আছে।তাই সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হোক যাতে বাজার সহ বিভিন্ন দোকানে প্লাস্টিক এর কোন পন্য ব্যবহার না করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা উপ পরিচালক সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শামীম বেপারী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ সহ সরকারি ও ভোক্তা অধিকারের বিভিন্ন কর্মকর্তারা।