দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে নগরীতে বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ মার্চ)বিকেল ৪টায় নারায়ণগঞ্জ ২ নং রেলগেট সংলগ্ন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে সংগঠনের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের নেতৃত্বে এ র্যালিটি বের হয়ে চাষাড়া বিজয় স্তম্ভে গিয়ে সমাপ্ত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা.আবু
জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম,
বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান,সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এড.নূর জাহান,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, এনসিসি ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল,
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু,নারায়ণগঞ্জ ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির প্রমূখ।