দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম অসুস্থ্য হয়ে বাড়িতে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনায় সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) তার ছেলে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশবাসীসহ দলের নেতাকর্মী সকলের কাছে দোয়া কামনা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশা বাবার জন্য দোয়া কামনা করে উল্লেখ করেন, মিছিলে বা নির্বাচনী প্রচারোনায় কেউ আব্বুর সাথে হেটে পারতোনা, আমরা কয়েকজন ছিলাম যারা সাহস করে আব্বুকে বলতাম-একটু আস্তে হাটো মানুষ পিছনে পড়ে যাচ্ছে, আর আজ আব্বু গাড়ী থেকেই নামতে পারছিলো না! আব্বুকে এতো দ্রুত এতোটা অসুস্থ্য দেখার মতো মানসিক শক্তি আমার নেই। সবার কাছে আব্বুর জন্য দোয়ার দরখাস্ত রইলো..
আব্বু তোমাকে অনেক ভালবাসি…ইনশাহ্আল্লাহ আবার আমরা একসাথে মিছিলে যাব।
এ বিষয় আবুল কাউছার আশার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা কয়েক দিন যাবৎ খুব অসুস্থ্য আপনারা তার জন্য দোয়া করবেন। সেই সাথে আপনাদের মাধ্যমে দেশবাসী সহ দলের সকল নেতা ও কর্মীদের কাছে আব্বুর জন্য দোয়া কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে সকলের সেবা করতে পারেন।