দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: স্থানীয় দৈনিক সংবাদচর্চা পত্রিকার ফটো সাংবাদিক মাহমুদুর রহমান প্রীতমের উপর বর্বোরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সকালে এক মানববন্ধনে সাংবাদিকরা এ আল্টিমেটাম দেন। শনিবার (২৭ মার্চ) ‘নারায়ণগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ’র ব্যানারে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধনের আয়োজন করা হয়।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে অতিক্রান্ত সময়ের পরে নগরীর চাষাড়া অবরোধের আগাম কর্মসূচিও ঘোষণা করা হয়।এবং মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে এ ঘটনায় পুলিশকে আরও কঠোর হওয়ার আহবান জানান। একইসাথে রোববার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেয়া হবে বলে মানব বন্ধন থেকে জানানো হয়।
গত ২৩ মার্চ ঘটনার দিন ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করা হলেও তার পরদিন মামলা রুজু করা হয়। এরপর ৩দিন অতিবাহিত হতে চললেও কোনো আসামী গ্রেফতার হয়নি।
এসময় উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এড. মোস্তফা করিম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মনির হোসেন মনির, জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি রফিকুল্লাহ রিপন, জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
সাংবাদিক বদরুজ্জামান রতনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অগ্রবানী প্রতিদিন পত্রিকার সহ-সম্পাদক উত্তম সাহা, জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক অগ্রবানী পত্রিকার সহ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, নারায়ণগঞ্জ মেইল অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাসুদ রানা রনি,
সিটি নিউজ ২৪ ডট নেট অনলাইন পোর্টালের সম্পাদক মিলন বিশ^াস হৃদয়, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল, দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম, ফটো সাংবাদিক মশিউর, রিপন মাহমুদ, দৈনিক সংবাদচর্চার ব্যবস্থাপনা সম্পাদক রোমান চৌধুরী, জ্যৈষ্ঠ প্রতিবেদক বিল্লাল হোসেন, নিউজ ব্যাংক ২৪ ডট কমের সম্পাদক আল মামুন,
সংবাদচর্চার প্রতিবেদক রিফাত, আরিফ, নাদিম, শিপন, শারমিন, ফটো সাংবাদিক সৌরভ, দৈনিক যুগের চিন্তার ফটো সাংবাদিক মেহেদী হাসান, সাংবাদিক সালাউদ্দিন, নিলয়, নিউজ নারায়ণগঞ্জের রিপোর্টার জয়, প্রেস নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার অনিক, সাংবাদিক ইব্রাহিম, টিটু, লিটন, আলী, জাহাঙ্গীর, সুলতান, সোনালী, মনিকা সহ নারায়ণগঞ্জে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।