বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেসবুক ডাউন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সেইসঙ্গে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে বলে খবর দিয়েছে মার্কিন ও ব্রিটিশ গণমাধ্যমগুলো।
খবরে বলা হয়েছে, ফেসবুক ডাউন হয়ে যাওয়ায় লগইন সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না বলে ইউজাররা অভিযোগ করেছেন।
খবরে বলা হয়েছে, আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের পাশাপাশি ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুকে এই সমস্যা দেখা যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করার সময় সমস্যার মুখে পড়ছেন। অন্যদিকে, ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে ট্যুইটারে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন বহু ফেসবুক ব্যবহারকারী।
তবে সমস্যার কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। অবশ্য কারিগরি কারণে এই বিভ্রাট হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, সম্প্রতি আরো একবার একই রকম সমস্যায় পড়েছিল ফেসবুক এবং এর অঙ্গ প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ।