দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর থানা ছাত্র দলের সাবেক সভাপতি রবিন সরকার পায়েলের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার (১ লা জানুয়ারী) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে।
এর আগে দুপুর ২ টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে। পরে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক সদর থানা ছাত্র দলের সভাপতি রবিন সরকার পায়েলের নেতৃত্বে র্যালিটি বের হয়।
এসময়ে র্যালিতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় শ্লোগান দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ২নং রেলগেইট এলাকায় গিয়ে শেষ হয়।
এসময়ে রবিন সরকার পায়েলের নেতৃত্বে র্যালিতে উপস্থিথ ছিলো, মহানগর ছাত্রদলের বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।