দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কামতাল তদন্তকেন্দ্র পুলিশ। তবে এ ঘটনায় কৌশলে পালিয়ে গেছে ঐ ফেন্সিডিলবহন করা একমাত্র আসামি জামাই ফারুক(৪০)। পলাতক ফারুক বন্দরের জুগিপাড়া এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।
বুধবার বিকেলে বন্দর থানাধীন জাঙ্গাল এলাকা হতে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জানা গেছে, গত ২রা ফেব্রুয়ারী ফারুক একটি বাজারের ব্যাগে হাতে নিয়ে জাঙ্গাল এলাকা দিয়ে গমনকালে স্থানীয় মেম্বার ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
কিন্তু পুলিশ পৌঁছামাত্রই ফারুক তার হাতে ঐ ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঐ বাজারের ব্যাগ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানার জব্দ তালিকায় এন্ট্রি করে।
এ ঘটনায় থানায় ফারুকে একমাত্র আসামি করে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।