দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৩ জানুয়ারি)বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভাটি।
প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)জায়েদুল ইসলামের সঞ্চালনায় সভাটি সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃমঞ্জুরুল হাফিজ।সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল)মোঃনাজমুল হাসান,
র্যাব-১১ এর অধিনায়ক লে:কর্নেল মাহমুদ পাশা,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃরিফাত ফেরদৌস,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,দপ্তর সম্পাদক এম মান্নান,নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লা,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম,উপ পরিচালক মহিলা অধিদপ্তর কানিজা ইয়াসমিন,জিপি এড.মেরিনা ইয়াসমিন প্রমূখ।
এসময় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করোনা সংক্রামণ রোধে কিভাবে বাস্তবায়ন সহ দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজনের বিষয়ে আলোকপাত করা হয়।