দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ বন্দরে মোবাইল চুরিকে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে জখম করেছে পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার ছিচকে সন্ত্রাসী সোহেল ওরফে তিনমাথা সোহেলগং।
সোমবার ১৪ ফেব্রুয়ারী দিবাগত রাত পোনে ২টায় বন্দর ইউনিয়নস্থ চৌধুরীবাড়ি হযরত ইলিয়াস শাহ ছালে পাগলের মাজারের ভিতর এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এতে গুরুতর আহত কিং সাউন্ড সিষ্টেমের মালিক মোঃ শাহজামাল(৪৫) ও তার ছেলে মোঃ সোহেল(৩০) বন্দর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানা যায়।
ঘটনাক্রমে জানা যায়,বন্দর শাহীমসজিদ এলাকার কিং সাউন্ড সিষ্টেমের মালিক শাহজামাল তার সাউন্ডসিষ্টেমের বক্স পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার হযরত ইলিয়াস শাহ ছালে পাগলের মাজারে ৩দিনের জন্য ভাড়া দেয়। সেই সুবাদে তার ছেলে মোঃ সোহেল সাউন্ড সিষ্টেম পরিচালনার জন্য দেখাশুনার দায়িত্ব দেয় আলআমিন নামে এক শ্রমিককে। এ সময় একটি মোবাইল চুরির ঘটনার সন্দেহে আলআমিনের সাথে বাকযুদ্ধে লিপ্ত হয় চৌধুরীবাড়ী এলাকার লেকু মিয়ার ছেলে ছিচকে সন্ত্রাসী সোহেল ওরফে তিনমাথা সোহেল।
আলআমিন তার মালিক শাহজামাল ও তার ছেলে সোহেলকে খবর দিয়ে নিয়ে আসে। মোবাইল চুরির বিষয়ে তিনমাথা সোহেল কোন প্রমান না পেয়ে শাহজামাল ও তার ছেলে সোহেলকে অযথা গালমন্দ করতে থাকলে এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। পরে সন্ত্রাসী কায়দায় তিনমাথা সোহেলসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সদলবলে পিতা-পুত্রকে কুপিয়ে ও পিটিয়ে মারাতœক জখম করে পালিয়ে যায়। আহত পিতা-পুত্রের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাদের দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে বন্দর থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।