দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে পূর্ব শত্রুতার জেরে ৩য়লিঙ্গ সুমন ওরফে সুমি(৩০) নামে এক হিজরাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে মোক্তার হিজরাগং। শনিবার ১১টায় হাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে বন্দর থানায় সুমন ওরফে সুমি হিজরা বাদী হয়ে অপর হিজরা মুক্তারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে হিজরা সুমন উল্লেখ করেন,আমি তৃত্বীয় লিঙ্গের একজন মানুষ। মাঝে মাঝে আমরা বিভিন্ন মানুষের বাড়িতে গান বাজনা করে সম্মানী গ্রহন করে থাকি। তাই আক্রোশবশত শত্রুতা মনোভাব পোশন করে ভূয়া ৩য় লিঙ্গ পরিচয়দানকারী মুক্তার, ফরিদ, সাঈদ, নিপা, মীমসহ অজ্ঞাতনামা ৭/৮জন হাজীপুর ইয়াসিনশাহর বাড়ির পাশে আমার ঘরে সন্ত্রাসী হামলা চালায় ও আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় আমার চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। আমাকে আহত অবস্থায় উদ্ধার করে আমার সহকর্মীরা বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা প্রদান করায়। আমি প্রশাসনের সহযোগিতা চাই।