দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সমাবেশ, পতাকা উত্তোলন, র্যালী ও দোয়ার মধ্য দিয়ে খেলাফত মজলিসের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৭টায় মাসদাইরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ের সামনে এ সমাবেশ, পতাকা উত্তোলন র্যালী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মাদ আব্দুল জলীল।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু করে শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তারপর নেতৃবৃন্দের বক্তব্য শেষে কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে গিয়ে দোআ ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহানগর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম, ডাঃ শামীম ভূঁইয়া, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, নুর মোহাম্মদ খান, মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল,
আব্বাস সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা বায়তুলমাল সম্পাদক আবু কাউসার সরকার, মহানগর বায়তুলমাল সম্পাদক মাইদুল ইসলাম, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, ছাত্র মজলিসের মহানগর প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আনাস প্রমুখ।