দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দিনের মত তল্লাশি চালিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ।
সরেজমিনে গিয়ে দেখা যায় বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে মহাসড়কের মৌচাক এলাকায় প্রাইভেট-কার, সিন এন জি, মটরসাইকেল, রিকশা সহ দূরপাল্লার বাস গুলোকে থামিয়ে ভালো করে তল্লাশি করছে পুলিশ। দূর থেকে আশা যাত্রিদেরকে করা হচ্ছে নানান প্রশ্ন।
এছাড়াও চলাচলরত কারও আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করছে পুলিশ। তবে তল্লাশি করে সকাল থেকে এ পর্যন্ত কিছু পায় নেই পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, কেউ যেনো মহাসড়কে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের এই তল্লাশি অভিযান চলছে।
গাড়ী ভাংচুর কিংবা গাড়িতে আগুন দেওয়ার মত নাশকতা যেনো কেউ না ঘটাতে পারে সেজন্য আমরা চেক পোস্ট বসিয়ে তল্লাশি করছি।
তিনি আরো বলেন, আপাতত মহাসড়কে একটি চেক পোস্ট বসানো হয়েছে। প্রয়োজন হলে চেক পোস্ট বাড়িয়ে দেওয়া হবে। আমাদের এ তল্লাশি অভিযান চলতে থাকবে।