দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: প্রতি বছরের মতো এবারো ঐতিহাসিক লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উপলক্ষে সিএলবির উদ্যোগে শান্তির সন্ধান নামক গণসচেতনতা মুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭/২৮/২৯/৩০ মার্চ ৪ দিন ব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কান্তির সন্ধান নামক স্টলের গণসচেতনতা মুলক কার্যক্রম উদ্ধোধন করেন সিএলবির পরিচালক রেভাঃ যাকব বাসিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাষ্টর জিপু বারিকদার,পাষ্টর জোসেফ বিশ্বাস, পাষ্টর পিটার অধিকারী,পাষ্টর এডওয়ার্ড বৈরাগী,নারায়নগঞ্জের ব্যপ্টিষ্ট চার্চের সম্পাদিকা ফ্রান্সিলিয়া গোমেজ,জন সরকার,সুখময় মল্লিকা, তনয় দেউড়ী,কান্তা দৈউড়ী,এ্যানি সরকার প্রমুখ।
সমাপনী দিনে সিএলবির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পাষ্টর সৌরভ দেউড়ী। প্রতিদিন তীর্থে আগত পুলিশ,রেব,আনসার,সাংবাদিক, সাহিত্যিক,শিক্ষার্থীদের মাঝে অমৃত পুরুষ যীশু বইটি ব্যপক আলোড়ন সৃষ্টি করে। সার্বিক দায়িত্বে ছিলেন পাষ্টর সৌরভ দেউড়ী ও শাহআলম মিয়া।