দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে বক্তাবলী ইউনিয়ন পরিষদের (২০২৩-২০২৪) অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী এম শওকত আলী মোট ৩ কোটি ৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী।
তার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে শওকত আলী বলেন,স্থানীয় সংসদ সদস্য, উন্নয়নের রুপকার শামীম ওসমান, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এক সময়ের চরাঞ্চল বলে খ্যাত বক্তাবলী কে উপ শহরের পরিনত করেছি। এক সময় মানুষ কাঁদা মাটি পেরিয়ে নিজ গন্তব্যে যেত। এখন চাষাড়া হতে মাত্র এক ঘন্টায় বক্তাবলীর যে কোন গ্রামে যাওয়া যায়। এজন্য সংসদ সদস্য শামীম ওসমান কে ধন্যবাদ জানান।
এই এক বছর যোগাযোগ খাতে ব্যপক উন্নয়ন করা হবে বলে সকলের সহযোগিতা কামনা করেন।
বাজেট পেশ কালে উপস্থিত ছিলেন ইউপি সচিব নাজমুল হক সরকার,সহকারী নুর মোহাম্মদ টিটু,ইউপির সকল মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩ কোটি ৭ লাখ ৪ হাজার ৬৫৪ টাকার বাজেট ঘোষণা করা হয়।