দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ক্ষমতার দাপটে এবার নাসিক কাউন্সিলরকে সাথে নিয়ে রেলওয়ে ও সরকারী জমি দখলে মহাৎসবে মেতে উঠেছে নারায়ণগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু কাজী আমির বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
নানা অপরাধে অভিযুক্ত কাজী আমিরের বাবা এক সময়ের কলা বিক্রেতা হলেও আমির চলেন প্রায় ৭০ লক্ষ টাকার গাড়ী দিয়ে। সেই সাথে অবৈধ পন্থা অবলম্বন করে হয়েছেন প্রায় ৭টি জমি ও বাড়ির মালিক।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও ঐ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু কাজী আমির মিলিত হয়ে বেগম নাগিনা জোহা সড়কের ৮ নং ও ১০ নং ওয়ার্ডের মধ্যবর্তী চৌধুরী বাড়িস্থ আদর্শ বাজার থেকে ২ নং ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ পর্যন্ত সড়কের দুই পাশে রেলওয়ের জমি দখল করে প্রায় ৪০টি পাকা দোকান নির্মাণ করে বিক্রি করে দিয়েছে।
সেই সাথে প্রতিটি দোকান বাবদ ৩লক্ষ টাকা করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই সকল দোকান বিক্রি করে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন কাউন্সিলর ও কাজী আমির।
এছাড়াও বেগম নাগিনা জোহা সড়কের ৮ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ডের মধ্যবর্তী চৌধুরী বাড়ি আদর্শ বাজার থেকে ২ নং ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে রেলওয়ে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জায়গার বাকি অংশ দখল করার পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিব করেননি।
এ বিষয়ে কাজী আমির বলেন, কোন এলাকাবাসী জানিয়েছে এক জনের নাম বলেন আর এই বিষয়ে আমি কিছুই জানি না।