জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ -১৭ টুর্নামেন্টে ফাইনালে উঠেছে কাশিপুর ইউনিয়ন পরিষদ ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ।
বুধবার (১১ সেপ্টম্বর) বিকেলে জামতলাস্থ ওসমানী ষ্টেডিয়ামে গোগনগরকে ইউপিকে বক্তাবলী এবং কুতুবপুর ইউপিকে কাশিপুর ইউপি পরাজিত করে ফাইনালে উঠেছে।
বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে গোগনগর ইউনিয়ন পরিষদকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে পৌছায় বক্তাবলী ইউনিয়ন পরিষদ। দিনের অপর খেলায় ট্রাইব্রেকারে কুতুবপুর ইউনিয়ন পরিষদকে ৪-৩ গোলে পরাজিত করে কাশিপুর ইউনিয়ন পরিষদ।
নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিলো। আগামী শনিবার ( ১৪ সেপ্টেম্বর ) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ( ৮ সেপ্টেম্বর ) জেলা প্রশাসক জসিমউদ্দীন এ খেলার উদ্ধোধন করেন।