দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের মীর জুমলা সড়কে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, মারধর ও হুমকির ঘটনায় ব্যখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও আইনজীবী আবু আল ইউসুফ খান টিপু। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, সম্প্রতি জেলা প্রশাসন আইনশৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে নারায়ণগঞ্জের যানজট নিরসনের জন্য মীর জুমলা সড়ক ফাঁকা করে দেওয়া হবে। আওয়ামী লীগ আমলে মেয়র আইভীর লোকজন এই সড়ক দখল করে রেখেছিল।
অথচ এই সড়কের স্থানে বাজারের কোন টেন্ডার হয়নি। সড়কের উপরে এই বাজার সম্পূর্ণ অবৈধ। তবে ৫ আগস্টের পরে একটা গ্রুপ ও বাজারের রুহুল আমিনের ছেলে বিল্লাল সহ আরও কয়েকজন মিলে বাজার বসিয়ে দখল করে খাচ্ছে। এদের সাথে একদল সন্ত্রাসী রয়েছে। প্রশাসন উচ্ছেদ করেছে। আমরাও মনিটরিং করেছি। অবৈধ দখলদার ও চাঁদাবাজ যারা রয়েছে তাদের স্বার্থে আঘাত লেগেছে। এ কারণে তারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। তাছাড়া এটা কোন বাজার না, এটা রাস্তা। আর মাছ ফেলে দেওয়ার কোন বিষয় নেই।
তিনি আরও বলেন, ‘তারা অবৈধভাবে সড়কে বসবে কেন। আর এই বাজারের চাঁদার টাকা তারা কাকে দেয়। দোকান বসিয়ে মানুষ চাঁদা আদায় করে, কিন্তু দোকান উচ্ছ্বেদ করে কেউ চাঁদা আদায় করেনা। ফলে আমি দোকান উচ্ছ্বেদের পক্ষে ছিলাম। এখানে একটা গ্রুপ যারা রাজনীতি করে আমার সাথে পারে না তারা কুচক্রী মহলের দ্বারা প্রবাভিত হয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে নানা ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, মীর জুমলা সড়কে ও ফুটপাতে কোন দোকান থাকতে পারবে না। যানজট থাকতে পারবে না। আর আমার বিরুদ্ধে যারা বলেছে তারা অবৈধ দখলদার ও চাঁদাবাজ। তারা কোন একটা অপশক্তি দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। ওসমান পরিবার সহ স্বৈচারদের বিরুদ্ধে প্রায় সময় বক্তব্য দেওয়া সহ সোচ্চার থাকার কারণে আমার বিরুদ্ধে অনেনে ষড়যন্ত্র করছে। তারেই অংশ হিসেবে মিথ্যা অপপ্রচার চালিয়েছে।
এর আগে, গত শনিবার (৮ মার্চ) দুপুরে শহরের দিগু বাবুর বাজারের মাছ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে। সেই ঘটনায় মাছ ব্যবসায়ী ইয়াসিন, ইয়াকুব, রফিকুল সহ আরও বেশ কয়েকজনকে মারধর ও লাঞ্ছিত করা হয়। পরের দিন রবিবার (৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মীর জুমলা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করে দিগু বাবুর বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীরা। এ সময় তারা বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে নানা বক্তব্য দেন। (প্রেসবিজ্ঞপ্তি)