দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ভিটামিন ‘এ’ এর অভাবজনিত অপুষ্টি ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
১৫ই মার্চ শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইপি আই টিকা কেন্দ্রে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ই পি আই সুপারিন্টেনডেন্ট মোঃলুৎফর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সহ নারায়ণগঞ্জ সিভিল সার্জন এর অন্যান্য কর্মকর্তারা।
এদিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতীত নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার ১ হাজার ৫৬টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে মোট ৩ লাখ ৪০ হাজার ৫০৬ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৪২ হাজার ২৯৪ জন শিশুকে একটি করে নীল রঙ এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৯৮ হাজার ২১২ জন শিশুকে একটি করে লাল রঙ এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ব্যবস্থা করা হয়।
এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার মোট ৩৪০টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ৯৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ১৬৭ জন ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৮১৫ জন শিশু এই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের আওয়াতায় ক্যাপসুল খাবে।
এদিন সারাদেশে মোট ১ লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে মোট ২ কোট ২৬ লাখ শিশু ভিটামিন ‘এ’ খাওয়ানোর ব্যবস্থার কথা স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছিলেন।