নারায়ণগঞ্জের চাষাড়া রামকৃষ্ণ মিশনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। রোববার (০৬ অক্টোবর) দুপুরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এবার এই পূজায় কুমারী হিসেবে ছিলো পরিমল চক্রবর্তী ও মা মিতা চক্রবর্তীর মেয়ে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ঐশী চক্রবর্তী।
এ পূজা চলাকালিন সময় চারদিকে অগণিত মানুষের ভিড় ও উলুধ্বনিতে মুখরিত ছিলো।
কুমারী পূজার বিষয় রামকৃষ্ণ মিশনের মহানরাজ একনাথানন্দ বলেন, নারী জগদ্ধাত্রীর অংশবিশেষ। সমগ্র বিশ্বে তিনি মহামায়ারূপে প্রকাশিত। ঈশ্বরের অনন্ত ভাব। মাতৃভাবেও ঈশ্বরের আরাধনা করা যায়। তাঁর বৈচিত্র্যময় আরাধনার এক বর্ণাঢ্য পর্ব শারদীয় দুর্গোৎসবে কুমারী পূজা।
শাস্ত্রমতে এই পুজোর উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্যে দিয়ে। সে গল্প অনুসারে, কোলাসুর এক সময় স্বর্গ-মর্র্ত্যের অধিকার পাওয়ায় বিপন্ন বোধ করে দেবতারা মহাকালীর শরণাপন্ন হন। তখন দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেছিলেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়৷