দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার রাসেল চৌধুরীর বিরুদ্ধে কবরস্থান সংস্কারের ২ লক্ষ টাকা আতœসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, কাজ না করেই কাবিখা প্রকল্পের পুরা টাকাই এই ইউপি সদস্য ভুয়া বিল ভাউচারের মাধ্যমে হাতিয়ে নেন।
প্রকল্পের টাকা আদায়ে কবরস্থান কমিটি ও গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে দাবি জানিয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের।
খোজ নিয়ে জানা যায়, বক্তাবলি ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের কাবিখা প্রকল্প থেকে ২ লক্ষ টাকা অর্থ বরাদ্ব দেয় রামনগর কবরস্থানের দক্ষিন পাশের দেয়াল নির্মানের জন্য।কবরস্থানের কমিটি দেয়াল নির্মানের কাজ শুরু করার পর রাসেল মেম্বারের কাছে টাকা চাইলে বলে আপনারা কাজ করেন আমার একাউন্টে টাকা জমা আছে। টাকা আপনাদের কাছে ঠিক সময় পৌছে যাবে।
এ ব্যাপারে কমিটির সভাপতি রুহুল আমিন জানান, রাসেল মেম্বার আমাকে বলেছে আপনি কাজ শেষ করেন। আমি আপনার কাছে টাকা দিয়ে আসবো। মাঝখানে দেয়াল নির্মানের কাজ মাঝ পথে বন্ধ হয়ে গেলে মেম্বারের কাছে টাকা চাইলে সে টাকা দিতে গড়িমসি শুরু করে।
শেষ পর্যন্তই যখন টাকা দেয়নি তখন তার কাছে অন্তত আমাদেরকে ১ লক্ষ টাকা দিতে অনুরোধ করি। শেষ পযন্ত সে টাকা দেয় নাই।যার কারনে আমরা বাধ্য হয়েই ঋন করে গ্রামের লোকজনের কাছ থেকে টাকা তুলে কাজ করি।
এ ব্যাপারে ইউপি মেম্বার রাসেল চৌধুরী বলেন,ভাই মুলত গত বছরের প্রকল্পের কাজ এটা। যেস্থানে কাজ করানো হবে সেখানে এখনও পানি রয়েছে বিধায় কাজ চালু করতে পারছিনা। তাছাড়া আমি যে মিস্ত্রিকে দিয়ে কাজ করাই তিনি ব্যস্ত আছেন অন্য কাজ নিয়ে। আশাকরি অতিদ্রুত কাজ শুরু করবো। আগামী শনিবার স্থানীয় মুরুব্বীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাবো এবং যদি উক্তস্থানে পানি না থাকে তাহলে দ্রুতই কাজ শুরু করা হবে।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী জানান, দুই বছর আগে বরাদ্ধ দিয়েছি এখনো কাজ হয়নি, এটা দুঃখজনক, আমি অভিযোগ পেয়েছি খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।