দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের। শনিবার (২৯ ফেব্রƒয়ারী) বিকেল সাড়ে ৩ টায় নগরীর কালিবাজারস্থ ফ্রেন্ড মার্কেট সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধানের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাগর প্রধান বলেন, দেশে আজ আমাদের গণতান্ত্রিক অধিকার নাই। পুলিশের অত্যাচারে রাজপথে দাড়াতে পারছি না। আমাদের মা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকার ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্ধি করে রেখেছে। আদালতকে নিয়ন্ত্রন করে মায়ের জামিনে বাঁধা সৃষ্টি করছে। মনে রাখবেন আপনাদের বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে। সেই দিন আর বেশি ধুরে নাই, যেদিন এ দেশের জনগন আপনাদেরকে ক্ষমতা থেকে টেনে হেচড়ে নামাবে। তাই এখনও সময় আছে দেশ ও জনগনের জন্য কাজ করুন। সেই সাথে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির ব্যবস্থা করুন।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাবের সামনে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় আরও উপস্থিত ছিলো, মহানগর যুবদলের সহ-সভাপতি আহম্মদ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, ফিরোজ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন প্রধান, তথ্য-প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক তরিকুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সহ ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সদস্য পলাশ প্রধান, মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রিকশন, যুবদল নেতা ফখরুল হাসান, মনিরুজ্জামান বিপ্লব, শহীদ ভূঁইয়া ও শাওন মাঝি, সুজন সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।