দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী আয়শার পাশে স্থানীয় নেতৃবৃন্দকে দেখা না গেলেও তাদের অপেক্ষায় বসে থাকেননি যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রোববার (১ মার্চ) বিকেলে অসুস্থ আয়সার বাড়িতে উপস্থিত হন বরিশাল জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা রুবিনা আক্তার মিরা ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমীন বিপ্লবী।
উপস্থিত হয়ে তাদের এই সহযোদ্ধার বর্তমান অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি। সাথে সাথে এম্বুলেন্সে করে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যান।
এ সময় তারা বলেন, এতো দিন আয়শাকে আমরা অনেক খোজেছি কিন্তু তাকে পাইনি। যখন আমরা তার ঠিকানা পেয়েছি সাথে সাথে আমরা ব্যক্তিগত উদ্যোগে তার চিকিৎসার দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারন আয়শা আওয়ামী লীগের কোন হাইব্রিট নেত্রী নয়। সে আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী। দলের মধ্যে তার অবদান কখনই ভুলার নয়।
এ বিষয় বরিশাল জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা রুবিনা আক্তার মিরা বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দলের ত্যাগী নেতাদের খোজ খবর রাখেন। তিনি আয়সার মত প্রকৃত আওয়ামী লীগের নেতা ও কর্মীদের সব সময় মূল্যায়ন করেন থাকেন।
তাছাড়া সব দায়িত্ব কেন নেত্রীকেই নিতে হবে তাহলে আমরা আছি কি কারনে। আমরাই আয়শার চিকিৎসার সকল দায়িত্ব নিলাম। যতক্ষন আমরা পারি তার সব দায়িত্ব নিলাম। পরবর্তীতে প্রয়োজন হলে আমাদের নেত্রীকে জানাবো।
তিনি আরও বলেন, আয়শা আমাদের সহযোদ্ধা আমাদের উপর তার অধিকার আছে আর তার প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এগিয়ে এসেছি। আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের যাদের লিখনীর কারনে আমরা আমাদের হারানো বোনকে খুজে পেয়েছি। আপনারা সব সময় এই ভাবেই আমাদের পাশে থেকে সহযোগীতা করবেন।
বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমীন বিপ্লবী বলেন, আমাদের সংগঠনের সভাপতি নাজমা আপা খবর পেয়েই আয়শার বাসায় আমাকে পাঠিয়েছেন। সেই সাথে তিনি নির্দেশনা দিয়েছেন যেন তাকে এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাই। তিনি মিরা আপার সাথে কথা বলে সব ব্যবস্থা করে রেখেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা আয়সার চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি তার মেয়ে তিশার দায়িত্ব নিয়েছি। কারন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এই দেশের একটা মানুষও না খেয়ে থাকবে না। এখন থেকে তিশার সকল দায়িত্ব আমাদের তার ভবিষ্যত্বের জন্য যা কিছু করার দরকার আমরা করে দিবো।
এদিকে, সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে আয়শা বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিট-২ ওয়ার্ড-৮০২ এ ভর্তি করা হয়েছে।